শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ৮০টি পূজামন্ডপে রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে শাড়ি বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

শাহিন আলমঃ
দেবিদ্বারে ৮০টি পূজামন্ডপে রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় দেবিদ্বার উপজেলা মিলনায়তনে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের’র সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মানিক চক্রবর্তীর সঞ্চালনায় পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে ২টি করে শাড়ি কাপড় তুলে দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নুল আবেদীন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান, পিএস মো. শামীম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার।
কাপড় বিতরণ কালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান বলেন, প্রতিটি পুজাম-পে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারপরও যারা পূজা ম-বের দায়িত্বে রয়েছেন আপনাদেরও সচেতন থাকতে হবে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশকে অবহিত করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোর্শেদ আলম মোল্লা, যুবলীগের উপজেলা সভাপতি হাজী আবুল কাশেম ওমানী। দেবিদ্বার মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি মো. হিরন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মশিউর রহমান সুমন, পৌর যুবলীগ সভাপতি কামরুল খালেদ সুমন, সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, স্বেছাসেবকলীগ জেলা সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলাউদ্দিন হোসেন, সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার, সহ সভাপতি বাছির মোল্লা, রাসেল মিয়া, ময়নাল হোসেন লীপু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুমন, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া নাজিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ, সয়ন দাস, আমিনুল ইসলাম সুমন, বাবু হোসাইন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন সিরাজী, জেলা ছাত্রলীগ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নুরুদ্দিন, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সিহাব উদ্দিন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জালাল মিন্টু, সহ সভাপতি ছাব্বির আহমেদ পলাশ, ছাত্রলীগ নেতা আক্তার, পিয়াস, হোসেন, বাপ্পু, রাব্বি, তানভীর, আমির, মোর্শেদ, মঞ্জু, রাজীব, অন্তর, মাসুম, রাসেল, শাহাদাত, আশিক, সাইদুল, বাবু, জসিম, মফিজ, ফাহিম প্রমুখ।

আর পড়তে পারেন