বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে গৃহবধুকে হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০২১
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে নির্যাতন করে শারমির আক্তারকে হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও ফাসীর দাবীতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাসী।

শুক্রবার বিকালে নাঙ্গলকোট- খিলা সড়কের উরুকচাউল রাস্তায় এ মানববন্ধন কর্মচূসী পালন করা হয়।

এর আগে অভিযুক্ত নিহত শারমিনের স্বামী কামরুল ইসলাম,শ্বশুর কামাল ,শ্বাশুড়ী কমলা বেগম,জেঠা শ্বশুর কবিরদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে স্থানীয়রা গ্রামের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নিহতের মা সেনোয়ারা বেগম, বড় বোন আকলিমা আক্তার, ফুফাতো বোন গ্রাম পুলিশ শাহেদা আক্তার, জেঠাত ভাই ছাদেক হোসেন, আ:লীগ নেতা খাজা আহমেদ কালাম প্রমূখ।

তারা বলেন, গত ২৪ অক্টোবর রোববার বিকালে অভিযুক্তরা শারমিনকে নির্যাতন করে হত্যা করেছে। শারমিনের মা বাদী হয়ে ২৫ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হানিফ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদেরকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

আর পড়তে পারেন