বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে পরিকল্পনামন্ত্রীর সভায় যাওয়ার পথে সড়ক দুঘর্টনায় ১২ জন আহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পরিকল্পনামন্ত্রীর সভায় যাওয়ার পথে সড়ক দুঘর্টনায় ১২ জন আহত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের উরুচাইল টিএন্ড টি মাকের্টের সামনে পিকআপভ্যান উল্টে এ দুঘর্টনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার বেলঘর এলাকার বাসিন্দা রূপম চন্দ্র (২৬), স¤্রাট (২০), শাকিল (১৬), অন্তর (১৮), মাসুম (১৭), ইয়াছিন (২৪), আমির হোসেন (১৭), মোঃ মোমেন (১৬) । অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

স্থানীয় সূত্র জানান, নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনামন্ত্রীর এ রাজনৈতিক সভায় অংশগ্রহণ করতে তারা যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে এ দুঘর্টনার শিকার হন। পরিকল্পনামন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি সূত্র মন্ত্রীর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ূব জানান, দুঘর্টনায় কয়েকজন আহত হয়েছে। সবাই আশংকামুক্ত। মন্ত্রী মহোদয় সবাইকে দেখে এসেছেন।

আর পড়তে পারেন