শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, গুলাগুলিতে প্রাণ গেল ২জনের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোষ্ঠীগত সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার আলিয়ারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুনাই গ্রামের প্রবাস ফেরত দেলওয়ার হোসেন নয়ন। যিনি প্রায় এক মাস আগে দেশে ফিরেছিলেন এবং ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য ছালেহ আহমেদ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেলওয়ার হোসেন নয়নের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং পরে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে ছালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতদের পরিবারের অভিযোগ, আলাউদ্দিন মেম্বার ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আর পড়তে পারেন