শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুলে ভরা পুরনো ব্যানারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুলে ভরা পুরনো ব্যানারে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৩৩ নং বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের সামনে থেকে এ ছবি তোলা হয়। ব্যানারে ভাষা শহীদদের প্রতি “গভীর শ্রদ্ধাঞ্জলি” লেখাটিও নেই।

জানা গেছে, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্যানার ঝুলানো হয়। ব্যানারটি অনেক পুরনো বলে ধারণা করা হয়।

পুরনো ব্যানারের সালের উপর কাগজ দিয়ে নতুন সন বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যানারে একাধিক বানানে ভুল রয়েছে। একই ব্যানারে কয়েকবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার পরেও ভুল বানান সংশোধন করা হয়নি।

এ বিষয়ে বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ব্যানারটি গত বছরের। এ বছর তিনি হৃদরোগ জনিত সমস্যার কারণে যেতে পারেননি। সে কারণে এমনটা হয়েছে। ভুল বানানের বিষয়টি তার নজরে আসেনি বলে গণমাধ্যমকে জানান।

আর পড়তে পারেন