মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের সিলভার জুবিলি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে পালিত হয়েছে কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের সিলভার জুবিলি ।

১২ ডিসেম্বর এই দিনটি উদযাপন করে জিলা স্কুলের ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা।

সিলভার জুবিলি উপলক্ষে ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহ ধরে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে।

এই প্রোগ্রামটি সফল এবং স্বার্থক হয়ে উঠে প্রায় শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের জন্য।

এই প্রোগ্রামটি সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া জুয়েল, রুবায়েত ইসলাম, মাহফুজুল হক মাসুম, ফয়সাল পাভেল, নাবিল, ডাক্তার সাঈদ প্রমুখ।

এই সিলভার জুবিলী প্রোগ্রামে আরো অবদান রেখেছেন করেছেন আহমেদ শাকিল, আসাদুজ্জামান আকন্দ জনি, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, নাঈমুল নাঈম, বিজয়, ডাঃ রাব্বি হোসেন, সাইফুল মুরাদ, মহিউদ্দিন মহিম, নাফিজ নিপুন, সজীব রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার মোদাচ্ছির হোসেন, মাহফুজ রবিন।

এদিকে সাংস্কৃতিক পর্বে শিহাব মাজহার, মোস্তফা মাহমুদ বাপ্পি, রুবেল মঞ্চ কাঁপানো পারফরম্যান্স করে বন্ধুদেরকে মাতিয়ে রাখেন।

এছাড়া প্রোগ্রামটি সফল করতে আরো অবদান রাখেন মাকসুদ উল্লাহ, এস এন এফ আলভী, আব্দুল মোমেন রোহিতসহ আরো অনেকে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজীব, বগবেশ, ইবনে সিনা, টিপু, আলাল, ফারিয়াল, নাসির, তানিন, সজীবসহ আরো অনেকে।

সিলভার জুবিলী প্রোগ্রামটি স্মরণীয় করে রাখার জন্য নানা আয়োজন করা হয়। সব শিক্ষার্থীদের টি-শার্ট প্রদান করা হয়। স্যুভেনির গিফট প্রদান করা হয়।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ এ ব্যাচের শিক্ষার্থীদের সাথে কেক কেটে দিনটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

এছাড়া সবার অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রণোচ্ছল হয়ে ওঠে।

আর পড়তে পারেন