শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জিলা স্কুলের শ্রেণিকক্ষের বারান্দা এখন গরুর বাসস্থান !

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুলের শ্রেণিকক্ষের বারান্দা এখন গৃহপালিত পশু বসবাস করছেন। কুমিল্লা জিলা স্কুলের ফেসবুক পেইজে গরু বেধে রাখার একটি ছবি পোস্ট করেছেন জোবায়ের নামের সাবেক এক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

ছবিটি পোষ্ট করার পর নাজমুল হক নামের সাবেক এক শিক্ষার্থী লিখেছেন-  “একাডেমিক কার্যক্রম চলুক আর না চলুক, সরকারি এক‌টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে ব্যক্তিগত গবাদি পশু পালন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আর এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কোনভাবেই এড়াতে পারেনা। কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ফলে কোন  শিক্ষক বা কর্মচারি  এমন ঘটনা ঘটিয়ে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এর আগেও কুমিল্লা জিলা স্কুল  কর্তৃপক্ষ শ্রেণিকক্ষের দেয়ালে ও প্রধান ফটকে  বার্জার পেইন্টস এর বিজ্ঞাপন লাগিয়ে বির্তকের জন্ম দিয়েছিল।

এ বিষয়ে কুমিল্লা জিলা স্কুল  কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।

আর পড়তে পারেন