শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেগা প্রকল্প পাশ হওয়ায় কুবি শিক্ষক সমিতির কৃতজ্ঞতা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬শ ৫৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্প পাশ হওয়ায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার সকালে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক এন. এম রবিউল আউয়াল চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ সহযোগীতা ও সমর্থন প্রদানের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও কর্মচারী পরিষদও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১৬শ ৫৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

আর পড়তে পারেন