বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তা সংশয়ের কারণে আমরা ভারতে ক্রিকেট বর্জন করেছি: শাহরাস্তিতে আসিফ আকবর

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, ভারত যদি একজন মুস্তাফিজের মত সিঙ্গেল খেলোয়ারকে নিরাপত্তা দিতে অপারগ থাকে, তাহলে সেখানে সাংবাদিক, খেলোয়াড়, অফিসিয়াল কর্মকর্তা-কর্মচারী সহ দর্শকদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিবে। তাই নিরাপত্তা সংশয়ের কারণে আমরা ক্রিকেটটা বর্জন করেছি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-৩ এর সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শাহরাস্তি প্রিমিয়ার লিগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু যে কাজটি করেছে আমি মনে করি এসব ক্রিকেটার একজন রবিনহুড। আমি সাদ্দাম হোসেন মিঠুকে সেন্ট্রালি চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য। বিসিবির পক্ষে সে বিশাল কিছু করতে পারবে। তার এই সাংগঠনিক দক্ষতা আমাদের ক্রিকেট বোর্ডের লাগবে। আজকের এই সুন্দর সুশৃংখল আয়োজনের জন্য সে প্রশংসার দাবিদার।

আসিফ আকবর বলেন, আমরা আমাদের দেশের সম্মানের পাশাপাশি আমরা চাইবো খেলোয়ার, সাংবাদিক, দর্শক ও কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের সরকার ও ভারতের সরকার কিছু বলবে। আইসিসি, বিসিবি, বিসিসিআই কোন রাষ্ট্র নয়, এটি একটি শাসিত সংস্থা। তারা ক্রিকেট পরিচালনা পর্ষদ। বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে আমরা গভর্ণমেন্টকে জানিয়েছি, পরবর্তী ব্যবস্থা গভর্ণমেন্ট নিয়েছে। আমরা মনে করি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে না যাওয়ার বিষয়টি সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আইসিসি আমাদের বের করার সুযোগ হয়নি, আমরা যাইনি নিরাপত্তার অজুহাতে। আর সবার আগে বাংলাদেশ, আমাদের আত্মমর্যাদাময় জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। গত ৫৩ বছর যে আমরা আরেকজনের উপর ভরসা করে ও থ্রেট এর উপরে চলেছি, সেটার দিন এখন শেষ। এখন নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন দিগন্ত সূচিত হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নেবে, তারা কাদের সাথে কিভাবে চলবে, আমরা সেই পক্ষে আছি।

এদিকে আসিফ আকবরের আগমনের খবরে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক। দর্শকদের অনুরোধে আসিফ আকবর খালি গলায় জনপ্রিয় গান “বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ” পরিবেশন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, আয়োজক কমিটির সদস্য ও সূচিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজগর হোসেন মিয়াজীসহ আরও অনেকে।

আর পড়তে পারেন