বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীর সেনবাগে জলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৯, ২০১৭
news-image

অাবদুল মোতালেব,নোয়াখালীঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় টানা বৃষ্টিপাতের কারণে জলাবন্ধতা থেকে সৃষ্ট বন্যার পানি অপসারণের দাবীতে মানববন্ধন করেছে পানিবন্ধি পৌরসভার ১নং ওয়ার্ড বাতানিয়া গ্রামের কয়েকশ মানুষ।

সকালে  সেনবাগ পৌরসভার চরপুকুরিয়া-শাহ আলম সড়কে পানিতে নিমজ্জিত হাটু পানিতে দাড়িঁয়ে ওই মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।

এলাকাবাসী ভূক্ত ভোগী বাদশা মিয়া প্রকাশ ওহাব, আবদুর রব, মানু মিয়া, আলী আহম্মদ, হোসেন, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম জানায়,সেনবাগ পৌরসভার অন্যান্য ওয়ার্ডে উন্নয়ন হলেও বাতানিয়া ওয়ার্ডে কোন উন্নয়ন হয়নি। তাদের ওয়ার্ডে অধিকাংশ রাস্তাঘাট ্এখনো কাঁচা। গত কয়েক দিনের টানা বর্ষণের কারনে ওই ওয়ার্ডে বাড়ি-ঘর স্কুল ও রাস্তাঘাট হাটু পানিতে ডুবে রয়েছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ পানি নিস্কাশনে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

তাই তারা অবিলম্বে ওই ওয়ার্ডের জলাবন্ধতা থেকে সৃষ্ট বন্যায় পানি নিস্কাশনের শেখ সুফি খাল থেকে অবৈধ ভাবে দেওয়া বাঁধ ও দোকান-পাট উচ্ছেদ এবং খালে পেনা অপসারণের দাবী জানান।

আর পড়তে পারেন