বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রচারণার প্রথম রাতেই মাইক ভাংচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ সাক্কুর

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর রাতে সাবেক  মেয়র মনিরুল হক সাক্কুর  পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসবভনের নিচে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মনিরুল হক সাক্কু ।

মেয়র প্রার্থী সাক্কু জানান,  হেলমেট পরিহিত কতিপয় দুষ্কৃতিকারী গভীর রাতে মোটরসাইকেল যোগে নগরীর চকবাজার হতে কান্দিরপাড় এলাকায় টানানো আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে অন্য প্রতিকের পোস্টের ঝুলিয়ে দেয়। আমি নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছি। একটু পরে লিখিত অভিযোগ দিবো।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ১০৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

আর পড়তে পারেন