বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম পরীক্ষায়ই জোহরা আইডিয়াল স্কুলের সাফল্য

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনা ঃ

হোমনা উপজেলার সকল বিদ্যালয়ের জে.এসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে জানা যায়, উপজেলার জোহরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রথমবার জে.এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯০.০২% পাশ করে প্রথম বারেই অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে মাত্র ৫ জন।

এ ব্যাপারে উল্লেখিত প্রতিষ্ঠানের পরিচালক মো. মাহমুদুল হাসান সাগরের সাথে কথা হলে তিনি বলেন, প্রথম বারের মতো শিক্ষা বোর্ডের অনুমতি পেয়ে জে.এসসি পরীক্ষা অংশগ্রহণ করে এ ফলাফল করেছে।

তিনি আরো বলেন, এ বছর সুষ্ঠু ও সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অত্যন্ত আন্তরিক ছিল। সকলের আন্তরিকতায় এই সাফল্য অর্জন করতে পেরেছি। ভবিষ্যৎ যাতে এই সফলতা ধরে রাখতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রহুল আমিন বলেন, তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতেও সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হউক এই কামনা রইলো।

আর পড়তে পারেন