শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রেন্ডস অফ কুমিল্লার দ্বিতীয় মিলনমেলা ৫ মার্চ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

আগামী ৫ মার্চ ফ্রেন্ডস অফ কুমিল্লার দ্বিতীয় মিলনমেলা অনুষ্ঠিত হবে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের নিয়ে এই মিলনমেলা কুমিল্লা মহানগরীর ফান টাউন ভার্চুয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এই রি-ইউনিয়নে ২০০১-০৩ ব্যাচের প্রায় ৫ শত বন্ধু অংশগ্রহণ করবে।

রেজিষ্ট্রেশন ফি’র ক্ষেত্রে একজন ৮ শত টাকা, পরিবারের সদস্য আনলে ৬ শত টাকা, সন্তানের বয়স ৪ বছরের উপরে হলে ৪ শত টাকা। রেজিষ্ট্রেশনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ‘ পর্যন্ত।

আয়োজকরা জানান, মিলনমেলায় সকাল সাড়ে ১০ টার মধ্যে প্রবেশ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে কুরআন ও গীতা পাঠ। পরে কেক কেটে মিলন মেলার উদ্বোধন। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা। এরপর মেয়েদের ও শিশুদের খেলাধুলা পর্বের পর দুপুরে ভোজন বিলাস। এরপর র‌্যাফেল ড্র, বিকেলে নাস্তা পরিবেশন এবং সন্ধ্যায় ব্যান্ড সংগীত ও ডিজে প্রোগ্রাম।

আয়োজকরা আরো জানান, আমরা প্রত্যাশা করছি বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস উক্ত মিলনমেলাকে স্বার্থক ও সাফল্য মন্ডিত করবে।

এ আয়োজনে রেজিষ্ট্রেশন ও যে কোন সহযোগিতায় যোগাযোগ করতে নিম্নের বন্ধুদের সাথে ফোনে /মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

তারা হলেন, ডা: জিহাদুল ইসলাম রিয়াজ ( ০১৭১৭৮০৬৬৫৬), ইবনে সিনা ( ০১৭১৭৪৪৫২৫৭), সুফিয়া ভূইয়া মুক্তা ( ০১৭৯৪৪৩৪২৯৭), আসাদুজ্জামান রাজীব ( ০১৭১১৯৪০২৯২), আহমেদ ইমন ( ০১৭৪৭৩৫১৭৯১), সামদানি সুমন ( ০১৯১৮৪৭৯৬৫৪), এড. সাইফুল ইসলাম সোহেল ( ০১৭১২৮৯১৪৭০), নাসির টুটুল ( ০১৭১১৯৩১১৩১ ), সুরভী রাজু ( ০১৭১৬৩৯৬৯৭৪), মেহেদী হাসান ( ০১৯২৩৪৬৫৮৫৯), নিগার সুলতানা ( ০১৮১৯৮১৯৭৩৫), বি এম ফয়সাল ( ০১৮২৮৬৯৬৬৬৬), মাসুম বিল্লাহ ভূইয়া ( ০১৮১৮৪৬৩১৪২), পাভেল মাহমুদ ( ০১৬৩১৮১৪৪০০), মোঃ জামশেদুল আলম ( ০১৯৬২৪০১১৩৭), সুলতানা মাহমুদা রশীদ তানিয়া (০১৮২১৪৬৬৫৬৫), কাউসার আহমেদ (০১৯১৩৩০৪৯৪৪), আরশাদুল হক ( ০১৭১৭৮০৩৩৩২), জহিরুল ইসলাম ভূইয়া ( ০১৮৬৮৭৮৫৪১৬), সোহেল সরকার ( ০১৭৫৫৬৯৮০৯১), আরিফ বিল্লাহ ( ০১৭৩১৩৪৩৫০৩), জাহানারা লাকি (+৮৮০১৭৩০-৯২০৪৪৪) ।

ঢাকা: রাজ রয় ( ০১৭১১৯৭২০৮৮), আলী ইমাম সম্রাট ( ০১৭১১৭০৩০৮৬), রুহুল আমিন রাজু (০১৭৭৯৮৮৬৬৭৭), মনিরুল ইসলাম রাজিব ( ০১৯২৩৩৫৫৬৫৫)।

চট্টগ্রাম: আহমেদ ফরিদ ( ০১৭৫৫৫৩৩১০৯), খাজা হুজ্জাত উল্লাহ ফয়সাল ( ০১৮৬৬৮৩৮২৬৫)

আর পড়তে পারেন