বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্লাটে বন্দি শৈশব

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৬

শৈশব শব্দটি শুনলেই চোখের সামনে চেসে ওঠে সেই মিষ্টি মধুর স্মৃতি। যেখানে ছিল খেলার মাঠ, একঝাঁক দুরন্ত বালক কিংবা বালিকা, এ গাছ সে গাছ থেকে ফল চুরি। ছেলেবেলার স্কুল পালানো আর মায়ের বকুনি সাথে ভালোবাসা, কত আনন্দ, কত স্মৃতি। তবে এই শৈশব তার জায়গাতে থাকলেও বদলে গিয়েছে তার চারপাশ। যার ভুক্তভোগী আজকের কোমলমতি শিশুরা। যাদের শৈশব চার দেয়ালে বন্দি। তাদের কাছে শৈশব মানেই মোটা মোটা বই, ভারী ব্যাগ, গেমস খেলার জন্য কম্পিউটার আর মা বাবার মুখে রাজা-রাণীর গল্পের পরিবর্তে বন্দি জীবনের নানা শর্ত। তাদের ছেলেবেলা যেন আটকে গিয়েছে কোথাও।

একঘেয়েমি জীবনে তারা ছোট থেকেই অভ্যস্ত হয়ে উঠছে। যেখানে তাদের খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা সেখানে তাদের সময় কাটে টেলিভিশনে কার্টুন দেখে আর গেমস খেলে। যা শিশুর মানসিক বিকাশে বাঁধা সৃষ্টির সাথে সাথে তাকে নানা জ্ঞান অর্জন থেকে করছে বঞ্চিত। তাই শিশুকে চারদেয়ালে আটকে নয় তাকে আপনার হাত ধরে পৃথিবী দেখান। তাকে তার শৈশব ফিরিয়ে দিন। আর এই ক্ষেত্রে আপনার ছোট ছোট কিছু কাজ শিশুকে দিতে পারে একটি সুন্দর শৈশব।

আর পড়তে পারেন