শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক হলেন কুমিল্লার শরীফ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদ পেয়েছেন  কুমিল্লার কৃতি সন্তান  যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ ।

এই জন্য তিনি  কেন্দ্রীয় সভাপতি – সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা – প্রধান পৃষ্ঠপোষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । ৭ম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার (২০১৯-২০২১) মেয়াদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টা- ইকবাল সোবহান চৌধুরী,  প্রধান পৃষ্ঠপোষক- মীর মোশাররেফ হোসেন পাকবীর এবং পরিচালক হয়েছেন মহিউদ্দিন মানু।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে  সভাপতি পদে  মিয়া মনসফ । সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন
সুনীল কুমার মালো, হাসান হাফিজুর রহমান, আক্তারুজ্জামান মিথুন, অগ্নিরূদ্ধ দাশ টিটো, সাইফুল ইসলাম, আফসর আজিজ, এম এম কবীর আহমেদ, স্বপন সাহা, সুরঞ্জিত দত্ত লিটু, ইকবাল হোসেন, জাফর আহেমদ ফারুক, মোঃ মনিরুজ্জামান শরীফ, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, জাফর ইকবাল ও রহমত উল্লাহ সবুজ।

সাধারণ সম্পাদক হয়েছেন  ইয়াছিন মোহাম্মদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে  শহিদুল হাসান,
আসাদুজ্জামান আসাদ, তাপস দাস, রোমেজা আক্তার মাহিন, ইসরাত জাহান সোনালী, গৌতম কুমার দাস ও রফিকুল ইসলাম।

সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন  সাংগঠনিক সম্পাদক পদে ইকতেজার মুরশেদ শ্যামল(রাজশাহী),  ফয়সাল আহমেদ(সিলেট), মাহবুব আলম খান(রংপুর), গোলাম মোস্তফা শরীফ (ঢাকা), মিজানুর রহমান (চট্টগ্রাম), মোজাহিদুল ইসলাম প্রিন্স(বরিশাল), মাসুদ রানা(খুলনা)
মাজহারুল হক চৌধুরী মাসুদ(ময়মনসিংহ)।

অর্থ সম্পাদক পদে  মঞ্জুর আলম, প্রচার সম্পাদক– আওলাদ হোসেন খান শিবলি, সহ- প্রচার সম্পাদক– তাহুয়া তুরা, প্রকাশনা সম্পাদক– শেখ মনিরুজ্জামান রিপন, সহ- প্রকাশনা সম্পাদক– সাহানা আক্তার সুমি, সাংস্কৃতিক সম্পাদক– আরিফুজ্জামান চয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক– সাজু আহমেদ, সাহিত্য সম্পাদক– মোঃ মাহবুবর রহমান আকন্দ, সহ- সাহিত্য সম্পাদক– আমিনুল ইসলাম মিঠু, আন্তর্জাতিক সম্পাদক– এস এম মুনতাসির, সহ-আন্তর্জাতিক সম্পাদক– ফরহাদ হোসেন, ক্রীড়া সম্পাদক– হাবিবুর রহমান হাবিব, সহ- ক্রীড়া সম্পাদক– নজরুল ইসলাম সজীব
তথ্য ও গবেষনা সম্পাদক– মনসুর আহমেদ, সহ- তথ্য ও গবেষনা সম্পাদক– মোসলেহ উদ্দিন তরুন, দপ্তর সম্পাদক– নজরুল ইসলাম দেলোয়ার, সহ- দপ্তর সম্পাদক -মেহেদী হাসান নাবিল
চারুকলা বিষয়ক সম্পাদক– বিপুল কুমার, সহ চারুকলা বিষয়ক সম্পাদক– নাসরিন আক্তার মিশু, পাঠাগার সম্পাদক– রাজু বড়ুয়া লাতু, সহ-পাঠাগার সম্পাদক– আলী আশফাক, সমাজকল্যাণ সম্পাদক– ফারুক ভূঁইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক– রফিকুল ইসলাম রফিক।

নির্বাহী সদস্যরা হলেন,  মফিজুর রহমান,  মোঃ মহসিন সিদ্দিকী,  হারুন অর রশিদ,  জাহাঙ্গীর আলম,  অমিতাভ বসাক বাপ্পি ,  মিতা মির্জা,  এ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ,  মোঃ আবদুল মান্নান,  বাবর লস্কর,  সারওয়ার হোসেন সঞ্জু,  রায়হানুল আলম,  আতিকা আহমেদ,  এস এম মোর্শেদ,  জাবেদ জাহাঙ্গীর টুটুল, ওসমান গনি মানিক,  আসগর হোসেন, শাহজাহান আজিজ, তহিরুল ইসলাম মিলন, মিজানুর রহমান বিপ্লব,  আবুল কালাম আজাদ বীর বিক্রম,  শাহাদাত হোসেন সুমন, ফরহাদ ইকবাল,  হেলাল উদ্দিন কবীর,  লিসা কালাম, আরমান আক্তার মর্জিনা,  খন্দকার মোঃ হারুন অর রশিদ,  রশিদুল ইসলাম রাশেদ,  ফারুক হোসেন,  পিংকু ধর,  মঈনুদ্দিন জুয়েল,  লায়ন সাবের আহমেদ,  রোয়েদা এইচ চৌধুরী,  রাজু আহমেদ মিজান, আরিক মাহামেদ অন্তু, গালিব ইবনে ফেরদৌস, এ কাসেম অনু, ফালগুনী তরফদার,  রাসেল আমিন স্বপন, হীরামনি শাহীতাজ, নাজমুন নাহার নিপা, মোঃ ইকবাল হোসেন, রুহী আফসানা দীপ্তি, মোঃ সাঈদুল ইসলাম,  এ এস এম রোকন- উদ- দৌলা, রাসেল চৌধুরী ও  মোঃ আজিজুল ইসলাম।

আর পড়তে পারেন