বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্তদের পাশে “৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল”

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

বন্যার্তদের পাশে  আমরা ৯৮ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল”এই স্লোগানে ত্রাণ বিতরনের প্রধান সমন্বয়ক এমআরবি রাসেল ভূইয়ার  স্বাক্ষরে সিলেট-সুনামগঞ্জের বন্যাভাসি ৫০ জন বন্যার্ত পরিবারের মাঝে ২৯ শে জুন রাত  সাড়ে ৮ টায়  ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বন্যার্ত প্রতিটি পরিবার পেয়েছেন  ৫ কেজি চাল , ২ কেজি ডাল,  ১ কেজি  তেল, ১ কেজি  লবন  ও ৫ প্যাক ওরস্যালাইন।

৯৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ রাসেল ভুঁইয়া জানান, বন্যায় অসহায় মানুষদের পাশে আমার প্রিয় বিদ্যাপীঠ ৯৮’ ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের বন্ধুদের সমন্বয়ে আমরা এই সামান্য কিছু করতে পেরেছি তাই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া।

CZS98 BATCH এর সকল বন্ধুদের আন্তরিক প্রচেষ্টায় বন্যার্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণ দিতে পেরে আমরা ৯৮’ব্যাচ কুমিল্লা জিলা স্কুলের সকল বন্ধুরা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন এবং সহ বন্যার্ত মানুষদের আশু পরিত্রান কামনা করেছেন ।

ধন্যবাদ জ্ঞাপন করছেন CZS98 BATCH এর বন্যার ত্রাণ বিতরণে দ্বিতীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামন রাজন সকল CZS98 BATCH এর বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণের  সময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর শাফায়াত চৌধুরী জেসন।

এছাড়াও সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুল কাদের, এড. নাইম হায়দার মিঠু, রুবেল খান, এম,এইচ জীবন, প্রকৌশলী  ইকবাল, আহসান রোনেল, এড. সবুজ, এড. সায়েম, সাজেদুর রহমান সাথী, হুজুর লিমনসহ আরো অন্যান্য সকল বন্ধুরা ।

আর পড়তে পারেন