বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার মুগুজী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড;প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৯
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (দঃ) ইউনিয়নের মুগুজী বাজারে মধ্যে রাতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার ভোর রাত তিনটায় মুগুজী অলোহর পাড় বাজারের পূর্ব-দক্ষিণ গলিতে অবস্থিত দোকান কালাম টেলিকম , আর এস এন্টারপ্রাইজ, ভাইয়া ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার , মিরাজ ষ্টোর, এমবি টেলিকমসহ মোট পাঁচটি দোকানে অগ্নিকান্ডে সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়।

এ সময় ক্ষতিগ্রস্থ আর এস এন্টারপ্রাইজের মালিক মো. সফিকুল ইসলাম জানান, তার দোকানে থাকা আনুমানিক চলিশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়,কালাম টেলিকমের মালিক আবুল কালাম জানান তার দোকানে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে, ভাইয়া ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের মালিক আলী হোসেন জানান,প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেছে,মিরাজ ষ্টোরের মালিক মিরাজ হোসেন জানান আনুমানিক চার লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল সামগ্রী একেবারে পুড়ে গেছে, এমবি টেলিকমের মালিক বিপব চন্দ্র নম জানান মোবাইল ফোনসহ মোবাইলের বিভিন্ন যন্ত্রপাতি যার বাজার মূল্যে প্রায় আট লক্ষ টাকা হবে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটায় প্রথমে পূর্ব দিকের কোন একটি দোকানে আগুন লেগে তা অন্য দোকানগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এ সময় খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর শনিবার ভোর ছয়টায় আগুন নিয়ন্ত্রনে আনে”।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা এ সময় আরো জানান, আগুন লাগার সাথে সাথেই পল্লী বিদ্যুৎ অফিসের সেবা লাইনে ফোন করলে তারা ফোন রিসিভ করেনি , ভোর সাড়ে চারটায় পল্লী বিদ্যুৎ অফিস ফোন রিসিভ করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে”।

এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ফোন দেওয়ার সাথে সাথে পল্লী বিদ্যুৎ অফিস ব্যবস্থা গ্রহন করলে ক্ষতির পরিমান আরো অনেক কম হতো”।

এ ব্যাপারে দক্ষিণ খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব জানান,আমি শুনে ঘটনাস্থলে গিয়েছি।অনেক দোকান পাট পুড়ে ভস্মিভূত হয়েছে। বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকার অধিক হবে”।

আর পড়তে পারেন