বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় এতিম শিশুদের দুপুরের খাবার খাওয়ালেন ওরাই আপনজন সামাজিক সংগঠন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় ৫ শতাধিক এতিম শিশুদের দুপুরের খাবার খাওয়ানোর মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারীর ভাষা শহীদদের স্মরণ করে ওরাই আপনজন সামাজিক সংগঠন।

রবিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, ওরাই আপনজন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ডা. সালমা সুলতানা, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, ভাবের সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন মাজহারী, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি আজহার সুমন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন ওরাই আপনজন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামসহ অতিথিবৃন্দ এতিম শিশুদের সাথে বসে দুপুরের খাবার গ্রহণ করেন।

আর পড়তে পারেন