বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় এবার মোট ৮৬টি মণ্ডপে পূজা উদযাপন হবে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০১৯ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বরুড়া থানা পুলিশের আয়োজনে বরুড়া থানা মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ সার্কেল প্রশান্ত পাল।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বণিক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার বিভিন্ন মন্দিরের কমিটির নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বরুড়ায় এবার মোট ৮৬টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বক্তারা।

আর পড়তে পারেন