বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় শোক দিবসে আওয়ামী লীগের দুই নেতার উপর দুর্বৃত্তের হামলা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২১
news-image

 

স্টাফ রির্পোটার :

কুমিল্লার বরুড়ায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উদযাপন শেষে বাড়ি ফেয়ার পথে আওয়ামী লীগের দুই নেতার উপর দুর্বৃত্তরা অতির্কিত হামলা চালিয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে বরুড়া পৌরসদর বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হামলার কারন জানা যায়নি।

হামলায় বরুড়া পৌরসভার আওয়ামী লীগের সদস্য আবু মিয়া ও কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গুরুতর আহত হয়। পরে দলীয় নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে বরুড়া পৌরসভার আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রশিদ জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে শোক দিবস উদযাপন শেষে অফিসে অবস্থান নিয়েছিলাম। এরপর সকল নেতাকর্মীরা বাড়ি ফিরে যান। আবু মিয়া অফিস থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে পৌরসদর বাজারে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। আর নাছির উদ্দীনকে দোকানে অবস্থানরত হামলা চালানো হয়। এ ব্যাপারে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, আমরা এখনো মাঠে অবস্থান করছি। এ ব্যাপারে এখনো কারো সাথে যোগাযোগ হয়নি।

আর পড়তে পারেন