মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়া পৌর নির্বাচন: নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২১
news-image

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার বরুড়া পৌরসভা  নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীদের সাথে নৌকা প্রতিকের প্রার্থী বকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় বরুড়া পৌর সদর বাজারের জিরো পয়েন্টে  আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে গণসংযোগে বের হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ প্রায় এক ঘন্টা চলে।

আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীরা জানান, আমরা গণসংযোগে বের হলে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে।

অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থীরা সমর্থিত নেতাকর্মীরা জানায়, জেল থেকে বের হয়ে এসে মিয়া কামরুল পৌর এলাকায় মিছিল করে আতংক ছড়াচ্ছে।

উল্লেখ্য যে,  বরুড়া পৌরসভা  নির্বাচনে সংঘর্ষ বেড়েই চলেছে। নৌকা প্রতিক প্রার্থী বকতার হোসেন , আ’লীগের বিদ্রোহী প্রার্থী ( হেলমেট প্রতিক) মিয়া কামরুল এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারির সমথর্কদের মধ্যে সংঘর্ষ চলছেই। প্রায় প্রতিদিনই সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে সাংঘর্ষিক নির্বাচনে রূপ নিচ্ছে বরুড়া পৌর নির্বাচন।

 

আর পড়তে পারেন