বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
খাদ্যমন্ত্রী এ্যাড. মো: কামরুল ইসলাম বলেন, বিএনপি আমলের খাদ্য ঘাটতি কাটিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয়েছে, দেশের মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে, এখন সূস্থ্য এবং কর্মঠ জাতি গঠনে নিরাপদ খাদ্য অত্যন্ত প্রয়োজন। সব ধরণের খাদ্যে ভেজাল ও ক্যামিক্যল মিশিয়ে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী দেশের মানুষের ক্ষতি করছেন। আমরা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জন সচেতনতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মো: কামরুল ইসলাম এসব কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম এর সভাপতিত্বে এ কর্মশালাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: বদরুল হাসান, এনটিএল আইএফএসবি এফএও এর এ কে এম নুরুল আফসার, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের।

আর পড়তে পারেন