শনিবার, ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনিয়োগের টাকা পরিশোধ করে যেন মরতে পারি- ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

ডেসটিনি ২০০০ লিমিটেড এর পিএসডি ও ডিস্ট্রিবিটর কর্তৃত আয়োজিত সমসাময়িক বিষয় ও বিনিয়োগ সম্পর্কিত আলোচনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব বন্ধন কমিউনিট সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান এবং ডেসটিনি পিএসডি ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ হোসাইন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন পিএসডি ও সেন্ট্রাল গো ডায়মন্ড এসোসিয়েশন এর সদস্য সন্জিত কুমার কর্মকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএসডি ফারুক আহমেদ, শাহিনুর সরকার, পিএসডি ফোরামের প্রেস এন্ড পাবলিকেশন লিমিটেড এর জহিরুল ইসলাম বাবু, রিচার্জ এন্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলাম ফয়সাল, আলাউদ্দিন আল মামুন, আনিসুজ্জামান।

স্বপ্ন শহর প্রাঃ লিঃ এর প্রতিনিধি পরিচালক মোঃ ইউসুফ আলী,ডেসটিনি ২০০০ লিঃ পিএসডি ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক শাহীন আল মামুন, বাসেতুল হোসাইন, মাহিদুল হোসাইন ও এ্যাডভোকেট ফয়সাল সুলতানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

কুমিল্লায় প্রধান অতিথির আগমণ উপলক্ষে কুমিল্লা জেলা স্থানীয় লিডারগণ ও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বলেন বিনিয়োগের টাকা যেন বিনিয়োগ কারিদের পরিশোধ করে মরতে পারি সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া। বিনা দোষে বারোটি বছর আমরা জেল খেটেছি। আমরা হার মানার লোক নহে, বিদেশে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল যাইনি। এদেশের সেবাই নিজেদের বিলিয়ে দিবো।

পরিশেষে ডেসটিনি ২০০০ লিঃ এর প্রয়াত ডিস্ট্রিবিউটদের স্বরনে নিরবতা ও দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করে সেন্ট্রাল গো ডায়মন্ড এসোসিয়েশনের সদস্য সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি।

আর পড়তে পারেন