বুধবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের আহবান: ওসি দাউদকান্দি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দাউদকান্দি মডেল থানার গণশুনানি কক্ষে এ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, দাউদকান্দিতে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য মডেল থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, এআই দিয়ে তৈরী ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান করেন। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। সনাতন ধর্মালম্বী ভাইয়েরা যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সে ব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রট কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মধু সরকার, দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক বাবু অশোক সাহা ও সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্যসহ বিভিন্ন ইউনিয়ন পূজা মন্ডব থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। এবছর দাউদকান্দি উপজেলায় ৪২ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন