বুড়িচংয়ে পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ গোলাম আহমদ এর বিদায় সংবর্ধনা

পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক শেখ গোলাম আহমদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা সায়েদুল আলম চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম ছাদেক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, পূর্বহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুল করিম , ফজলুল হক, জয়নাল আবেদীন, কানিজ ফাতিমা খানম চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, ইঞ্জিনিয়ার রিয়াদউদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোঃ শফিউল্লাহ, ইকরাম হোসেন চৌধুরী , বর্তমান ছাত্রদের মধ্যে মোহাম্মদ সামির জান্নাতুল ফেরদৌসী অর্পা মরিয়ম আক্তার প্রমূখ।