শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ভেকু মেশিনের ধাক্কায় গ্রামীণ সেতুতে ফাটল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দাউদকান্দিতে মাটি কাটার ভেকু মেশিনের (এক্সকাভেটর) ধাক্কায় গ্রামীণ সড়কের সেতুতে ফাটল ও রেলিং ভাঙ্গার অভিযোগ উঠেছে। এতে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানান।

সরেজমিনে জানাযায়, উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামের মনমোহন পোদ্দারের ছেলে অমর পোদ্দার তার জমিতে পুকুর খননের জন্য ভাড়ায় ভেকু মেশিন নেন ।

মঙ্গলবার (২ফেব্রুয়ারী)  রাতে ভেকু মেশিনটি স্বপাড়া-নৈয়ার সংযোগ সেতু দিয়ে নিতে গিয়ে ভেকুর ধাক্কায় সেতুর স্লাবে ফাটলসহ আংশিক রেলিং ভেঙ্গে যায়।

বুধবার (২ফেব্রুয়ারী)  সকালে এলাকাবাসী সেতুর ফাটল ও ভাঙ্গা দেখে স্থানীয় চেয়ারম্যান খলিল তালুকদারকে জানান। ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি আমি শুনেছি। সেতুর রেলিং ভাঙ্গা ও ফাটলের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  আর কৃষি জমিতে পুকুর কাটার বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে বন্ধ করা হয়েছে।

আর পড়তে পারেন