শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তীব্র তাপপ্রবাহে অনলাইনে ক্লাস, চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

সারাদেশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হওয়ায় অনলাইনে ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৮০ তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, তীব্র তাপপ্রবাহে ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে রুটিন অনুযায়ী ক্লাস কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চূড়ান্ত পরীক্ষা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সশরীরে অনুষ্ঠিত হবে, আগামী ২মে পর্যন্ত সকল মিডটার্ম পরীক্ষা স্থগিত ও পরিবহণ সেবা অর্ধেক চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাস কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর পড়তে পারেন