বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image

 

সাকিব আল হেলাল/সেলিম সজীবঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইঁদুরের মারার জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার কোরপাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার কোরপাই  গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। নিহত রবিউল নিমসার বাজারের কাঁচা তরকারি কেনাবেচা করত এবং ভ্যান ও চালাতো।

স্থানীয় সূত্র জানায়, কোরপাই গ্রামের সোহেল রানা তার জমির ধান ইদুরের আক্রমন থেকে বাঁচানোর উদ্দেশ্যে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় একই গ্রামের রবিউল। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে  জানান, নিহত রবিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন