রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে ভ্যান গাড়ি আটকে ডাচ বাংলর ব্যাংকের প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি দাবি করেছে ছিনতাইকারী দলটি প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে।

পুলিশসূত্রে জানা গেছে, সকালের দিকে টাকা বহনকারী ওই গাড়িটি ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা জমা করতে ঢাকা থেকে সাভার ইপিজেড এলাকার একটি বুথে যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এলে সশস্ত্র একটি চক্র গাড়িটি জিম্মি করে টাকার বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়,খবর পেয়ে উত্তরা বিভাগের উপকমিশনার, ওসিসহ ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

একটি সিকিউরিটি কোম্পানি ডাচ বাংলা ব্যাংকের বুথগুলোয় টাকা রাখার কাজটি করে।

আর পড়তে পারেন