বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৭
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ (২য় পর্যায়) প্রকল্প- ২০১৭-২০১৮ এর আওতায় বোর ধান প্রদর্শনীর কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গতকাল ১০ ডিসেম্বর রবিবার উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর অফিস।

উক্ত র্কসূচীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শাহিনুল ইসলাম, জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ ইউসুফ মিয়া, উপজেলা কৃষি অফিসার এন এম আলমগীর বাদশা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার ফরিদ, উপ সহকারী কৃষি অফিসার মোঃ বশির আহাম্মেদ, মোঃ হোসেন মিয়া ও আবুল হোসেন। নিরাপদ বীজ সংরক্ষণের লক্ষে প্রশিক্ষণ শেষে কৃষক কৃষাণীদের মাঝে পলিথিন ও পাটের বস্তা বিতরন করা হয়।

আর পড়তে পারেন