শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মনপাড়ায় নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা বিজিবির হাতে আটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার শংকুচাইল বিওপির বিজিবির নায়েক মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিন তেতাভুমি নো ম্যানসল্যান্ডে মেইন পিলার ২০৬১/২ এস হইতে ১শ গজ বাংলাদেশের ভিতর থেকে ১১ রোহিঙ্গাকে আটক করে ব্রাহ্মনপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

আটককৃতরা হল মায়ানমারের নাগরিক এবং তামরু থানার দেবিন্ন্যা গ্রামের ফজল করিমের ছেলে মোঃ শাহ (২২) ইয়ংচু থানার জাংহামা গ্রামের মৃত ফরিদ আহাম্মদের স্ত্রী মোসাঃ নূর নাহার (২৪) তামরু থানার দেবিন্ন্যা গ্রামের মৃত সোলেমান আলীর স্ত্রী নূরজাহান (২১) একই গ্রামের মৃত সোলেমান আলীর মেয়ে মোসাঃ নূর ফাতেমা (৪) ইয়ংচু থানার জাংহামা গ্রামের আবদুল শুক্কুর মিয়ার মেয়ে নূর বেগম (১৬) একই গ্রামের আবদুর রহিমের স্ত্রী মোসাঃ নূর কাজল (২৩) গোচিদং থানার গোচিদং গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি (৪) ইয়ংচু থানার জাংহামা গ্রামের মৃত ফরিদ মিয়ার মেয়ে নাছিমা বেগম (২) মংডু থানার বনিবাজার গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ জালাল সাদি (২০) মংডু থানার তমবাজার গ্রামের মোঃ রফিকে স্ত্রী মোসাঃ রেহেনা (২৫) ইয়ংচু থানার জাংহামা গ্রামের মৃত শুক্কুরের স্ত্রী লায়লা বেগম (৪০) কে বিজিবি গ্রেফতার করে ব্রাহ্মনপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

ব্রাহ্মনপাড়া থানা পুলিশ জেলা প্রশাসক এর নিকট আটককৃতদের মায়ানমার নাগরিকদের র্উধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা সাপেক্ষ উল্লেখিত মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থ্য গ্রহনের জন্য আটককৃতদের পুলিশের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।

আর পড়তে পারেন