বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইবারের ‘নববর্ষ চ্যাটবট’ চালু: রয়েছে পুরস্কার জেতার সুযোগ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০২১
news-image

 

প্রেস বিজ্ঞপ্তি:

বৈশ্বিক মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘নববর্ষ চ্যাটবট’ চালু করেছে জনপ্রিয় বিনামূল্যে মেসেজিং ও কলিং অ্যাপ রাকুতেন ভাইবার। এর মাধ্যমে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন গেম খেলতে পারবেন।

এই চ্যাটবটে শুভেচ্ছা পাঠানো ছাড়াও, ভাইবার ব্যবহারকারীরা অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। পুরস্কার হিসেবে থাকছে ভি/ও কুপন, পেইড স্টিকার প্যাক, ২টি স্মার্টফোন এবং ৫টি বøুটুথ স্পিকার। ব্যবহারকারীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই স্ক্র্যাচ অ্যান্ড উইন গেমটি খেলতে পারবেন।

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এবং বাংলাদেশিদের অন্যতম বৃহৎ উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে বাংলা ঐতিহ্যকে সম্মান জানানোর লক্ষ্যে ১৪ এপ্রিল এ দিবসটি পালন করে। এদিন বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। তবে, এ বছর করোনা ভাইরাসের সক্রমণ আবার বেড়ে যাওয়ার ফলে নববর্ষ উদযাপন নিয়ে দ্বিধাদ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে। উৎসবের এই মৌসুমে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভাইবার তাদের স্থানীয় দেশি বটকে ‘শুভ নববর্ষ চ্যাটবট’ -এ রূপান্তর করেছে।

এ বিষয়ে রাকুতেন ভাইবার অ্যাপাক’র সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘এই চ্যাটবটটি স্থানীয় নববর্ষ উদযাপনে ভাইবারের একটি প্রচেষ্টা। পরিস্থিতি যেমনই হোক না মানুষ যেনো তার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইবারে আমরা এমনটাই বিশ্বাস করি। এই বছর বিভিন্ন বিধি-নিষেধের ফলে সীমিত আকারে নববর্ষ পালিত হতে পারে। কিন্তু আমরা এই দিনটির তাৎপর্য এবং এই উৎসবের সাথে বাঙালির যে আবেগ জড়িয়ে আছে সেটা বুঝতে পারি। এজন্য আমরা বাংলাদেশি ব্যবহারকারীদের উৎসবের আমেজকে চাঙ্গা করতে নতুন চ্যাটবটটি চালু করেছি।’

আর পড়তে পারেন