মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তমত: আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০২৫
news-image

বেলায়েত হোসেন:

ঐ সকল রাজনীতিবিদ -ই তো বাংলাদেশ প্রত্যাশা করে জুলাই ‘ ২৪ এ অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে, যে বা যারা সুস্থ ও মুক্ত বুদ্ধি সম্পন্ন সহনশীল চিন্তাধারার এবং নতুন করে পুরাতন জরাজীর্ণতাকে দূরীভূত করনের মাধ্যমে সামনের দিকে পথ চলাই পছন্দ করবে বা সক্ষমতা অর্জন করে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে।

এ ধরনের চিন্তা ভাবনাই হোক সকল রাজনৈতিক দলগুলোর, সকল রাজনীতিবিদদের জুলাই ৩৬ এর শপথ আর তাহলেই শুধুমাত্র শহিদগণ জান্নাতুল ফেরদৌসে শান্তিতে থাকবেন এবং বেঁচে যাওয়া শহীদগণ ও মনে প্রানে ও অন্তর থেকে তৃপ্ততা অনুভব করবেন।

সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীদের নিকট এতোটুকু প্রত্যাশা কি আমরা আশা করতে পারি না। নাকি আমরা পরিবর্তন আনবো না নিজেদের মধ্যে, না আনলে পরিণতি হবে ইতিহাস।

পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক কৃষ্টি ও কালচার এ পরিবর্তন না আনলে যে বা যাহারা এবং যে সকল দলসমূহ ব্যর্থ হবে তারা অবশ্যই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

কেন না জুলাই’ ২৪ বাংলাদেশের সকল মানুষের চোখ খুলে দিয়েছে যা একটু সজাগ হয়ে কান পাতলে শোনা যায়। চতুর্দিকে লক্ষ্য করলেই পরিলক্ষিত হয় -“ওই নতুনের কেতন উরছে, দিকে দিকে বইছে পরিবর্তনের হাওয়া -আর এই হাওয়া যেন ঝড়ো হওয়াতে পরিণত না হয় তার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে অবশ্যই প্রজ্ঞা ও সহনশীলতার পরিচয় দিয়ে যেতে হবে নির্মোহচিত্তে, সকল লোভ-লালসার ঊর্ধে উঠে, দেশাত্মবোধের পরিচয় বহন করে।

এখন প্রশ্ন হচ্ছে কেউ হয়তো ইচ্ছে করেই শুনতে ইচ্ছুক নয় বা শুনতে অপারগ। এক কথায় তারা পরিবর্তনে বিশ্বাসী নয় বা পরিবর্তন চায় না।

আমরা তাদেরকে পিছনে ফেলে নব উদ্যমে তরুণদের নিয়ে সকল পুরাতন জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকেই এগিয়ে যাব নতুন বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত দৃঢ় কঠিন শপথ নিয়ে ঐক্যতার বিনা বাজিয়ে।

এই আদর্শকে যারা ধারন ও লালন করে কাঁধে কাঁধ রেখে সমমনা-মন মানসিকতা নিয়ে চলতে পারবে তাদের জন্যই অপেক্ষা করছে আগামীর নতুন পরিচ্ছন্ন রাজনৈতিক ধারা এবং সুস্থ ও সুন্দর একটি নতুন বাংলাদেশ যা গত ৫৩ বছরেও সম্ভবপর হয়ে ওঠেনি রাজনৈতিক দলগুলোর নিজেদের ব্যর্থতার জন্য।

আমরা ব্যর্থতাকে নিয়ে পড়ে না থেকে সুদূর দূরত্বের পানে দৃষ্টি নিবন্ধ রেখে এগিয়ে চলব দুর্বার গতিতে তাহলে অটোমেটিক তাল মিলাতে না পেরে ঘুনে ধরা পুরাতন মন-মানসিকতা সম্পূর্ণ রাজনৈতিক দল ও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা নিজে থেকে নিজেরাই সটকে পড়তে বাধ্য হবে। এটাই প্রকৃতির নিয়ম এবং ইতিহাস ও সাক্ষ্য দেয়।।

লেখক : বেলায়েত হোসেন।

সহকারী অধ্যাপক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত বিশিষ্ট বুদ্ধিজীবী জাফর ইকবাল কর্তৃক।

ব্যবসায় প্রশাসন বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।)

আর পড়তে পারেন