শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনার এ সড়ক ও ব্রিজ নির্মাণ না করার পিছনে কি আঞ্চলিক রাজনীতি?

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদারঃ

গ্রাম গঞ্জে রাজনীতির কূটকৌশল হিসেবে  কাজ করে রাস্তাঘাট, হাট বাজারসহ বিভিন্ন জংশন। ধরে নিন উপজেলা হেড কোয়ার্টার  ,  বাজার, প্রধান রাস্তা যেখানে মানুষের নিজের প্রয়োজনে স্ব-ইচ্ছায় যেতে হয়। আর সে এলাকার স্থানীয় লোকজন স্থানীয় রাজনীতিতে  প্রভাব বিস্তার করে যে কোন পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহজ হয়ে যায় । যদিও অযোক্তিক, কারন অন্যরা সত্য কথা বলেও দাঁড়িয়ে  থাকতে পারবেনা। সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনের তাগিদে তাদের বাড়ির কিনারায় যেতে হবে। সে জন্য সত্য কথা ও বলতে হিসেব করে বলতে হয়।উপজেলার সকল স্তরের কর্মকর্তা থেকে শুরু করে সকল নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিদের সাথে উঠাবসা সব সময় চোখের সামনে থাকায় একটা ভ্রাতৃত্ববোধ মেলবন্ধন সৃষ্টি হওয়ার ফলে তাদের সুপারিশে অনেক কাজ কর্ম অতি সহজে সম্ভব হয়।ফলে আশ পাশের এলাকার জনগনের দৃষ্টি তাদের প্রতি সব সময় ইতিবাচক থাকে কারন বিভিন্ন সময় তাদের কাজে আসবে। আর তাদের স্বিদ্ধান্তের বাইরে নাক গলালে লাঞ্চিত বঞ্চিত হওয়ার ভয় আছে।সে দিকে দৃষ্টি দিয়ে তারা অনেকাংশে সুযোগ সুবিধা ভোগী।ফলে এই রাস্তাটি না করার পিছনে এমনই ইঙ্গিত পাওয়া যায় বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় দের সাথে কথা বলে।

সেননগর আলিপুর রাস্তা থেকে শুরু হয়ে খিরাচক বাজার, মির্জানগর কদম তলায় এসে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সংযোগ  সড়কে যুক্ত হয়।এ সড়কটি অতি প্রাচীন ও জন গুরুত্বপূর্ণ। বালু চর  , ব্রাম্মন চর, সোনার চর, দক্ষিন কান্দি,চাওলা ঘাটা, দড়িকান্দি, সেননগর,আলিপুর,করিমাবাদ,বিনোদপুর হিজল তলী, জয়নগর, খিড়াচক,মির্জানগর গ্রামের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। মির্জানগর, দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়ের খিড়াচক গ্রামের অনেক ছাত্র ছাত্রী এই সড়ক দিয়ে যাতায়াত করে লেখাপড়া করে। তাছাড়া সেননগর বাজার অতি প্রাচীন একটি বাজার  । ওই গ্রামের জনগনের প্রতিদিনের বাজার খরচ,ব্যাবসা বাণিজ্যের জন্য এই সড়কটি ব্যাবহার করতে হয়। বর্ষায় নৌকা আর শুষ্ক  মৌসূমে সাকু  দিয়ে ঝুঁকি নিয়ে আপামর জনসাধারণ ও ছাত্র ছাত্রীদের পার হতে হয়।এ ছাড়া বালুচর, ব্রাম্মন চর, বিনোদ পুর, দড়ি কান্দি,দক্ষিন কান্দি, সোনারচর সহ পূর্বাঞ্চলের জনগনের মহাসড়ক, উপজেলা সদরে যাওয়ার প্রধান রাস্তা এটি। রাস্তাটির প্রতি স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের কোন নজর না থাকার পিছনে রয়েছে বিশাল এক রহস্য। উপজেলা সৃষ্টির পূর্বে এ এলাকাটি ছিলো দাউদকান্দির আওতায়।  ঢাকা, কুমিল্লা, যাতায়াতের পথ ছিলো সেননগর হয়ে আলিপুর ঘাট দিয়ে ট্রলার যোগে দাউদকান্দি, তৎকালিন সময় প্রধান রাস্তা ছিলো সেননগর বাজার হয়ে আলিপুর ঘাট। বাজার হিসেবে সকলের প্রয়োজন ছিলো সেননগর বাজারে।  এবাজারে ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এমন কি ইউনিয়ন কাউন্সিল অফিস সহ বিভিন্নজন গুরুত্বপূর্ণ কাজ সাধনের একমাত্র বাজার যা এখনো বিদ্যমান।  রাজনীতি থেকে শুরু করে এলাকার সব নেতৃত্ব তৈরি যে কোন স্বিদ্ধান্ত এই বাজার থেকে হতো। উপজেলা সদর রামনগর, শিবনগর হওয়ার ফলে আস্তে আস্তে মানুষের বিচরণের পথ পরিবর্তন হচ্ছে।কিন্তু সেননগর বাজারের গুরুত্ব এখনো আছে আঞ্চলিক হিসেবে।উল্লেখিত এলাকার জনগন সেননগর থেকে মির্জানগর রাস্তা টি পাকা না হওয়া, ব্রিজ না হওয়ার ফলে উপজেলা সদরে যেতে হয় কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে। সময় এবং অর্থ অধিক ব্যয় হয়। আঞ্চলিকতা বেধে এখন এই এলাকার জনগণ সদরের লোকজনের কাছে আস্তে আস্তে জিম্মির পথে। এই রাস্তাটি যদি চালু হতো তাহলে বৃহত্তর জনগোষ্ঠী সদরের লোকজনের কাছ থেকে জিম্মির আশংকা অনেকাংশ কমে যাবে। সাম্প্রতিক কালে এ এলাকায় সিনিয়র কোন নেতা না থাকার কারনে সদরের আশ পাশের গ্রামের নেতাদের কাছে ধর্না দিয়ে চলছে।আর তারাও অতি প্রয়োজনীয়  রাস্তাটি না করার পক্ষে ভিতরে ভিতরে কাজ করেন বলে বিভিন্ন নির্ভর যোগ্য সূত্র থেকে শোনা যায় কারন এ রাস্তাটি না হলে অনেক ঘুরে রামনগর, হাসনাবাদ হয়ে যাতায়াত করতে হবে ফলে ঐ এলাকার লোকদের জিম্মি রেখে যে কোন আঞ্চলিক অংক কষতে সহজ হবে অন্যথায় তাদের দমিয়ে রাখা দায় হবে।লক্ষণীয়  বিষয় হলো ব্রিজটি কাজ না করে এর পাশে সড়ক কেটে কৃত্রিম খাল সৃজন করেছে যা পাড় হতে বিশাল সাকু ব্যাবহার করতে হচ্ছে।প্রতিদিন কেউ কেউ দূর্ঘটনার শিকার হচ্ছে।সম্প্রতি আজকের কুমিল্লায় “মেঘনায় সড়ক কেটে খাল শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিলো তার মাধ্যমে উপজেলা প্রকৌশলী বলেছেন প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে কিন্তু তার কোন লক্ষণ এখনো দেখা যাচ্ছেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজ টি নিয়ে অনেক লেখালেখি করছেন যা ভাইরাল হচ্ছে।অতি গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের নাকের ডগায় এমন বেহাল, রাস্তা কেটে খাল,আসল খালের উপর আগের আমলের ঝুঁকিপূর্ন ব্রিজ কাজ না হ ওয়ার পিছনে কি আঞ্চলিক রাজনীতি?  জনমনে প্রশ্ন।

আর পড়তে পারেন