শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে অভিন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

 

এম,এইচ, বিপ্লব শিকদার:
কুমিল্লা মেঘনা উপজেলায় দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজন জেনারেল (অবঃ) কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মানববন্ধন ও আনন্দ র‌্যালি করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ,শিক্ষক শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী । সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃষ্টিকে উপেক্ষা করে র‌্যালি ও মানববন্ধন হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন , বিদ্যালয়টি অতি প্রাচীন , সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ বেষ্টিত এবং উপজেলা সদরে অবস্থিত । বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ায় বিদ্যলয়ের অভিভাবকসদস্য , শিক্ষক-শিক্ষিক কর্মকর্তা-কর্মচারি ও ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান , এমপি ,শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি , মেঘনা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল-বাকী সামীম বৈরি আবহাওয়ার কারণে যথাসময়ে উপস্থিত হতে না পারায় মুঠো ফোনে তিনি বলেন, জাতীয়করণ প্রসঙ্গে বিগত কয়েক বছর যাবত আমরা প্রচেষ্টা চালিয়ে আসছি । ফলে সম্প্রতি আমাদের বিদ্যালয়টি স্থানীয় প্রশাসন এম.পি মহোদয়ের জোর ততবীরে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যালয়টিকে জাতীয়করণে অত্র এলাকার সাধারন মানুষের দীর্ঘ দিনের আশার প্রতিফলন ঘটান । আমার এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল ও এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান , এমপি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা । উল্লেখ্য, মহেশখোলার কৃতি সন্তান মরহুম দৌলত হোসেন প্রকৌশলি ১৯৩৮ সালে জুনিয়র , ১৯৭০ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন । বিদ্যালয়টি ৩.৭৯ একর ভূমিতে প্রতিষ্ঠিত বর্তমানে একটি প্রশাসনিক ভবন , ৫টি একাডেমিক ভবন, প্রায় ১,৩২০ জন শিক্ষার্থী রয়েছেন।

আর পড়তে পারেন