মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে বিএনপি’র অঙ্গ সংগঠনের ৪ নেতা জেলহাজতে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গ সংগঠনের ৪ নেতাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা ও সংগঠন সূত্রে জানা গেছে যে, গত ১৬ আগস্ট লাকসাম সদরে বিএনপির দুই গ্রুফ সংর্ঘষে উভয় পক্ষের ৮/১০ জন নেতাকর্মী আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম) গ্রুপের সমর্থক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা বেলাল ও মো: পলাশ বাদি হয়ে পৃথক দুইটি মামলায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম গ্রুপের ৪৩ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা দায়ের করেন।
ওই মামলায় বৃহস্পতিবার কুমিল্লা আদালতে হাজিরা দিতে গেলে লাকসাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌরসভা শ্রমিক দলের সভাপতি বাবুল মজুমদার, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মো: কামাল হোসেন ও ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো: জাহিদকে জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরন করেন। একই মামলায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকনসহ বিএনপির যুবদল ও ছাত্রদলে নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে আদালত। এই বিষয়ের জানতে চাইলে লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন বলেন- চৈতি কালাম আওয়ামীলীগের এজেন্ট বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করার নির্দেশ দেন। তিনি ক্ষোভের সাথে বলেন- পুলিশ আমাদের মামলায় গ্রহণ করে নাই নির-অপরাদ বিএনপির নেতা নেতাকর্মীদের জেল হাজতে প্রেরনের তিব্র নিন্দা জানান।

আর পড়তে পারেন