মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১ আসনে জামানত হারালেন ৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২৪
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭ জানুয়ারি ভোট গ্রহণের পর আট প্রার্থীর মধ্যে সাতজনেরই জামানত বাজেয়াপ্ত হয়।

কুমিল্লা-১ আসনে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর ব্যতিত অন্য সা প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। তিতাস ও দাউদকান্দি সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সূত্রে বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা গেছে।

জামানত বাজেয়াপ্ত সাত প্রার্থীর মধ্যে ছয়জন প্রার্থী ছয়টি রাজনৈতিক দলের এবং একজন স্বতন্ত্র।

তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান (ঈগল) পেয়েছেন ২৩হাজার ৬৭৩টি ভোট, মোঃ আমির হোসেন (লাঙ্গল ) পেয়েছেন তিন হাজার ৯২৫টি ভোট, তৃণমূল বিএনপির সুলতান জিসান উদ্দিন( সোনালী আঁশ ) পেয়েছেন ২৩১টি ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনর মোহাম্মদ জাকির হোসেন (ফুলের মালা ) পেয়েছেন ১৪৬টি ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া ( ছড়ি) পেয়েছেন ১৯৮ভোট, ইসলামী ঐক্য জোটের মাওলানা মোঃ নাসির উদ্দিন (মিনার) পেয়েছেন ৬৩৯ ভোট, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ) বড়ুয়া মনোজিত ধীমন( মশাল) পেয়েছেন ২৬৫ ভোট পেয়ে তাদের জামনত হারিয়েছেন।

দাউদকান্দি উপজেলায় ১০৬টি কেন্দ্রে মোট বৈধ ভোট সংখ্যা একলাখ ৩২ হাজার ৪৭৩টি। বাতিল ভোট ২হাজার ৭২৬টি। সর্বমোট ভোটের সংখ্যা ১লাখ ৩৫ হাজার ১৯৯জন। তিতাস উপজেলার ৫১টি কেন্দ্রে মোট বৈধ ভোট সংখ্যা ৫৬ হাজার ৩৪২টি।

বাতিল ভোট ১হাজার ৬৩৩টি। সর্বমোট ভোটের সংখ্যা ৫৭ হাজার ৯৭৫জন । দাউদকান্দি ও তিতাস উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।

কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস )আসনে ৭ জানুয়ারী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ১লাখ ৩৬ হাজার ৬৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর (নৌকা)। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান (ঈগল) পেয়েছেন ২৩হাজার ৬৭৩ভোট।

আর পড়তে পারেন