বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে স্কুলে স্কুলে বই উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২০
news-image

সেলিম চৌধুরী হিরাঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাকসামের বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব পালিত হয়েছে।

বুধবার সকালে লাকসাম নবাব ফয়েজুন্নছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও পশ্চিমগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া। লাকসাম নবাব ফয়েজুন্নছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আলিম দিদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত উল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মহিব উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান দুলাল প্রমুখ।

একইদিন পৌর শহরের আল আমিন ইন্সটিটিউটে বই উৎসব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল মুবিন।

এছাড়াও ওইদিন পৌর শহরের লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, লাকসাম রেলওয়ে হাই স্কুল, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুল, উত্তরদা হাই স্কুলে পাঠ্য পুস্তক বিতরন উৎসব উপলক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের বই উৎসবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন পাঠ্যবই তুলে দেন।

আর পড়তে পারেন