শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ভুয়া জন্মনিবন্ধন তৈরির অভিযোগে ১ জন আটকসহ কম্পিউটার দোকান সিলগালা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় ভুয়া জন্মনিবন্ধন তৈরির অভিযোগে একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে কম্পিউটার ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।

সোমবার (০৭ জুন) দুপুর ২ টার দিকে পৌরসদর বাজারের কাপড়িয়া পট্টির সৈয়দ মার্কেটে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বরুড়া বাজারস্থ সৈয়দ মার্কেটের এস এস কম্পিউটার দোকানের বিরুদ্ধে ভুয়া জন্মনিবন্ধন করার অভিযোগ করেন বরুড়া পৌর মেয়র বকতার হোসেন।

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের অভিযানে দোকানে তল্লাশি চালিয়ে কম্পিউটার অপারেটর আমির হোসেনকে আটকসহ দুইটি কম্পিউটারের (সিপিইউ) জব্দ করা হয়। পাশাপাশি দোকানটিকে সিলগালা করা হয়।

এ ব্যপারে ইউএনও বলেন, অভিযুক্ত কম্পিউটার অপারেটর আমির হোসেন সয়ং দোষ শিকার করায় তার বিরুদ্ধে ১৮৬০ আইনে দন্ডবিধি ৪৭৩ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, নতুন নিবন্ধনকৃত ব্যাক্তিরা নিজ ইউনিয়ন ও পৌরসভা স্বশরিরে গিয়ে দালাল মুক্ত নিবন্ধন করুন, কোথাও কোন প্রতারক কম্পিউটার অপারেটরের প্রতারণার শিকার হবেন না।

 

আর পড়তে পারেন