বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে আদালতের রায়কে অমান্য করে জোরপূর্বকভাবে বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুরে গ্রামে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে জোড়পূর্বকভাবে রাতের অন্ধকারে বাড়ি দখল ও লুটপাটের অভিযোগে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন বাড়ির মালিক নুরজাহান বেগম।

সংবাদ সম্মেলনে বাড়ির মালিক নুরজাহান বেগম তার বাড়িটি অবৈধ দখলদারদের থেকে উদ্ধারে কুমিল্লা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে লিখিত বক্তব্যে বলেন, “সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের চাঁদপুর মৈাজায় আমার মা রোকেয়া বেগম থেকে ৫৫৬ দাগের ১০ শতক ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ ত্রিশ বছর যাবত থেকে ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছি। ক্রয়কৃত সম্পত্তিটি আমার নামে সম্পূর্ণ খারিজ ও নামজারি করা। সম্পত্তিতে ব্যাংক থেকে লোন নিয়ে বহু কষ্ট করে একটি বিল্ডিং নির্মান কাজ শুরু করি। ২৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে তিনটায় বলারামপুর এলাকার আমার খালাতো ভাই মোস্তফা কামাল, মোশারফ, মনির ও নাজমুল হাসানরা আদালতের রায় তোয়াক্কা না করে ৩০/৪০ বহিরাগত নিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তিতে নব নির্মানাধীন বাড়ির রড,সিমেন্ট,ইট ও টিনসেট ঘর ভেঙ্গে লুটপাট নিয়ে যায় এবং নব নির্মিত বিল্ডিংটিতে বিভিন্ন মালামাল রেখে দখল করে আছে। এ ঘটনায় নিরুপায় হয়ে ২৮ ডিসেম্বর উল্লেখিতদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের দায়ের করি। আমি বাড়িটি অবৈধ দখলদারদের থেকে উদ্ধারে কুমিল্লা পুলিশ সুপার,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি”।

উল্লেখ্য এডিএম কোর্টে – পি আর নং-১৭১৫/১৫,পিআর নং- ৮০/১৭,পি আর নং-২৫৬/১৭,পি আর নং-৬৮০/১৭ মামলার রায় রোকেয়া বেগম পায়।

আর পড়তে পারেন