রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে ইউপি নির্বাচন: নৌকার বিদ্রোহী প্রার্থীদেরকে কঠোর হুশিয়ারি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০২২
news-image

সালাহ উদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দঃ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে।

সদর দক্ষিণে চেয়ারম্যান পদে  ৫ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মনোনয়ন দেওয়ার পর মাঠে রয়েছে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী।

এ বিষয়ে সদর দঃ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম সাংবাদিকদের বলেন,  মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম লোটাস কামাল এর নির্দেশে কাউন্সিলিং এর মাধ্যমে সদর দঃ এর ৫টি ইউনিয়নের মধ্যে বিজয়পুর ইউপিতে তানভির হোসেন পারভেজ,বারপাড়া ইউপিতে সেলিম আহমেদ,চৌয়ারা ইউপিতে হাজী আবুল কালাম আজাদ সোহাগ, পূর্ব জোড়কানন ইউপিতে মমতাজ উদ্দিন এবং পশ্চিম জোড়কানন ইউপিতে হাসমত উল্লা হাসুকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। দলীয় সকল নেতা কর্মীদেরকে নৌকা সমর্থিত প্রার্থিকে বিজয়ী করার জন্য সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতা বা কর্মীরা গঠনতন্ত্র ও দলীয় নির্দেশনা লংঘন করে  বিদ্রোহী হয়ে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আর পড়তে পারেন