শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে মতিন মোল্লা মেম্বারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১০, ২০২৪
news-image

ষ্টাপ রিপোর্টারঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫নং ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগ নেতা মতিন মোল্লার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রবাস থেকে এলাকায় এসেই হুট করে বনে যান বারপাড়া ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তি  হিসাবে।  তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়েছে বারপাড়া এলাকায়। সম্প্রতি সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা হয়েছে দুর্নীতিবাজ মেম্বার মতিন মোল্লার বিরুদ্ধে।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না  করার শর্তে জানান,  বিগত সময়ে সমাজসেবার নামে এক ধরনের হরিলুট করে বেশ বিতর্কিত হয়েছেন এ ব্যক্তিটি। গ্রাম্য শালিসের নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বিতর্কিত  এই মেম্বার ও তার ভাই কালাম মোল্লা। এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষকে মিলানোর নাম করে টাকা লুট করাই ছিল এ দুই ভাইয়ের নেশা। টাকার বিনিময়ে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে দিতেন এ মতিন মোল্লা। কন্টাকের মাধ্যমে সালিশ দরবার করে অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড় । মতিন মোল্লা তার দুর্নীতির সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম ও ৪নং বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদের হাত ধরে সক্রিয় হোন আওয়ামী লীগের রাজনীতিতে। দলীয় সমর্থনের ছত্র ছায়ায় পেশি শক্তি ব্যবহার করে বিনা ভোটে বনে যায় বারপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ২ মেয়াদের মেম্বার। মেম্বার পদে নির্বাচনের সময়ে তার ওয়ার্ডের তুলাতুলি লোলবাড়িয়া ও পরান পুরের ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাঁধা ও মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাল ভোটে মেম্বার পদে পাশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্কুলের গণ্ডি পার হতে না পারা মতিন মোল্লা আওয়ামী লীগের  রাজনৈতিক টোটকা ব্যবহার করে হয়ে যান লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। স্কুলের আয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি ও টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের  একজন আয়া পদে প্রত্যাশী মহিলা বলেন, এ মতিন মোল্লা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করেন এবং আমাকে অনৈতিক প্রস্তাব দেন। আমি তাতে রাজি হইনি বিধায় আমার চাকরি হয়নি।

স্থানীয় সূত্র আরো জানান, শুধু তাই নয় ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার পর থেকেই জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ সরকারি যাবতীয় কাজে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন তার ওয়ার্ডের লোকদের কাছ থেকে। টাকা না দিলে কোন সেবাই মিলতো না ঐ ওয়ার্ডের জনগণের। গরিব ও অসহায় ব্যক্তিদের সরকার নির্ধারিত টিসিবি পণ্যের কার্ড না দিয়ে দেয়া হতো তার ব্যক্তিগত কোরামের বেশিরভাগ লোককে। টিসিবি পণ্যের কার্ড,বয়স্ক ভাতা ও বিধবা ভাতা,ও অন্যান্য ভাতা এবং ইপিজেড ও কাজী ফার্মে চাকরি পাইয়ে দিবে এমন লোভ দেখিয়ে ডিভোর্সি ও বিধবা মহিলাদেরকে দিতো রাত্রি যাপনের অনৈতিক প্রস্তাব। পরিস্থিতির শিকারে কেউ কেউ রাজি হলেও মান সম্মান ও মতিন মোল্লার অত্যাচারের ভয়ে মুখ খুলেনি কেউ।

রাজনৈতিক ছত্র ছায়ায় বেড়ে ওঠা মতিন মোল্লা সন্ত্রাসী বাহিনী গঠনের মাধ্যমে লালমাই পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে ফরেস্টের সরকারি ভূমির গাছ কাটা ও সরকারি ভূমি দখল নেওয়ার অভিযোগ করেন লালমাই পাহাড়ের বড় ধর্মপুরের গ্রামের আমির হোসেনের ছেলে আজাদ হোসেন।

আজাদ হোসেন আরো বলেন, তার নানা রশিদ মাস্টার, জুনাব আলীসহ আরো অনেকের জায়গা জোরপূর্বক দখল করিয়েছিলেন এ মতিন মোল্লা। এসব বিষয় নিয়ে মতিন মোল্লাকে বাধা দিলে রাজনৈতিক শক্তি ব্যবহার করে আজাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন সদর দক্ষিণ মডেল থানায়। সে মিথ্যা মামলায় তাকে গ্রেফতারের পর থানা লকাপের মধ্যে মতিন মোল্লা নিজে গিয়ে তাকে টর্চার করেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে আজাদের স্ত্রী পিংকি অভিযোগ করে বলেন, আজাদকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন এবং মতিন মোল্লার সাথে রাত্রী যাপনের অনৈতিক প্রস্তাব দেন।

বড় ধর্মপুরের সোয়েল জামান বলেন, মৃত.  আলী আজ্জন কোম্পানীর দুই ছেলে জাফর আলী এবং লায়নকে হত্যা করার পিছনে রয়েছে মতিন মোল্লার ইন্ধন। তাছাড়া রতনপুরের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান এর ছেলে লতিফকে দিয়ে জাফর আলী ছেলে মনির হোসেন ও মঞ্জিল কে হত্যার উদ্দেশ্য পেটে ছুড়ি মেরেছেন মতিন মোল্লার ইশারায়। তাদেরকে দমিয়ে রাখতে পারলে আব্দুল রশিদ মাস্টারের সম্পতি সহজে দখল করতে পারবে এমন উদ্দেশ্যে ছিলো মতিন মোল্লার। ২০০৯ সালে মতিন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রশিদ মাষ্টারের জায়গা দখল করার জন্য তাদের বংশীয় সকলের ঘড় বাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেয় প্রায় ১৫ থেকে ২০ টি ঘর  বাড়ি পুড়ে মারা যায় গরু ছাগল হাঁস মুরগী। এ বিষয়ে কোন প্রকার মামলা হামলা করলে জানে মেরে ফেরার হুমকি দিয়ে দমিয়ে রেখেছেন ভুক্ত ভোগীদেরকে। ঐ সময় থানায় মামলা করতে গেলে রাজনৈতিক অপশক্তির হস্তক্ষেপে কোন প্রকার মামলা করতে পারেনি ভুক্তভোগীরা।

লালমাই পাহাড়ের বড় ধর্মপুরে তার আধিপত্য বিস্তারকে টিকিয়ে রাখতে তার একমাত্র মেয়ের জামাই রতনপুর গ্রামের ফরিদ উদ্দিন এর ছেলে রনি ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে পিচ্চি সোহাগের মাধ্যমে গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী যাদের দিয়ে সুকৌশলে গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য। তার একমাত্র ছেলে নোমান মোল্লা ও মেয়ের জামাই রনি ও পিচ্চি সোহাগের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও মাদক প্রচার করতেন এ মতিন মোল্লা। শুধু তাই নয় মতিন মোল্লার ছেলে নোমান মোল্লা গত ছয় মাস আগে সৌদি আরবের দাম্মাম জুবাইলে মাদকসহ ধরা পড়েন । সৌদি পুলিশের হাতে বর্তমানে সে সৌদি আরবের জেলে সাজা প্রাপ্ত আসামী তার একমাত্র মেয়ের জামাই রনি ও সহযোগী পিচ্চি সোহাগের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদক মামলা ও গুলাগুলি সহ একাধিক মামলা রয়েছে। বিদেশে মাদক প্রচারের সুবিধার্থে জামাই রনি গত কয়েক বছর ধরে অবস্থান করছেন ঢাকায়। রনি ঢাকা ইডেন মহিলা কলেজের লাইব্রেরী ডিপার্টমেন্টের একজন ভদ্র লোকের গাড়ি চালক হিসেবে চাকুরীর পাশাপাশি আড়ালে মাদকের কারবারে জড়িত ছিল বলে জানায় বিশ্বস্ত সূত্র।

পিচ্চি সোহাগ রতনপুর এলাকায় ইন্টারনেট ওয়াইফাই ব্যবসার আড়ালে সু কৌশলে রাজধানী ঢাকায় মাদকদ্রব্য পৌছে দিতেন রনির কাছে।

জমি দখল ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে শালিস দরবার করা ছাড়াও অবৈধভাবে ঐতিহ্যবাহী লালমাই পাহাড় কেটে মাটি বিক্রির  সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন মতিন মোল্লা।

তার সমস্ত অপকর্মের বিরুদ্ধে যে মাথাচাড়া দিয়ে উঠত তাকেই করা হতো শারীরিক নির্যাতন এবং ভয় ভীতি দেখানো হত হত্যা ও মামলা হামলার। এতদিন ভয়ে কেউ মুখ খুলেনি তার বিরুদ্ধে। তার এ সমস্ত অপকর্মের বিরুদ্ধে অসন্তোষ ছিলেন ইউনিয়ন পরিষদের অন্যান্য মেম্বাররাও। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য বলেন তার একজনের অপকর্মের কারণে আমাদেরও বদনাম হচ্ছে আমাদেরকেও মানুষ ভুল বুঝতে শুরু করেছে তার এ সমস্ত অপকর্মের শাস্তি হওয়া উচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই গা ঢাকা দেন দুর্নীতিবাজ মেম্বার ও আওয়ামী লীগ নেতা মতিন মোল্লা।

মতিন মোল্লার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হওয়ার পর তাকে ধরিয়ে দিতে ভুক্তভোগী আজাদ ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা দেন ফেসবুকের মাধ্যমে। মাদকের গডফাদার ও দুর্নীতিবাজ, লম্পট মতিন মোল্লাকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী।

আর পড়তে পারেন