সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৩
news-image

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের পূর্ববট্ট গ্রামে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ সংলগ্নে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। বাংলাদেশ পাঠাগার আন্দোলন এর সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক খালেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি সাইদুর রহমান খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জসিম উদ্দিন সুমন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাস্টার আয়ুবুর রহমান মজুমদার, সমাজ সেবক আব্দুস সালাম চৌধুরী, আব্দুল জব্বার মজুমদার, হাফেজ মোস্তফা মজুমদার, হালিম মজুমদার, কাদের মজুমদার, জাহাঙ্গীর মজুমদার, শাহাজাহান মজুমদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাশিমুল করিম মজুমদার, যুগ্ম সম্পাদক কামরুল হোসেন শিমুল, অর্থ সম্পাদক কাজী ইয়াছিন সাহেদ, পাঠাগার সম্পাদক তুষার চৌধুরী, ইবনে জিসান রুমন, সুমন, সাকিব, শ্রাবণ, জাবেদ, নাজমুল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সদর দক্ষিণ উপজেলার তথ্য আপা কর্তৃক স্থানীয় নারীদের উন্নয়নের ব্যাপারে তথ্য পরামর্শসহ সার্বিক দিকনির্দেশনা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান ছাত্র-ছাত্রীরা দিন দিন মাদক সহ অনলাইন গেইমসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে এসব দিক থেকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে ফিরিয়ে আনার একমাত্র হাতিয়ার হচ্ছে বইপড়া। বই পড়ার মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করতে হবে। নিজের মেধা দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে। আর এসব নতুন কিছু তৈরির পিছনে বই পড়া এবং পাঠাগার একটা আরেকটার পরিপূরক। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাঠাগার আন্দোলন সহ সারা বাংলাদেশের পাঠাগার গুলো সহায়ক ভূমিকা পালন করবে।

আর পড়তে পারেন