শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুরে ছন্দে বাসন্তী পোশাকে বসন্ত বরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কোথাও কোথাও কোকিলের কুহু ডাক, কোথাও বা গাছের শাখায় সবুজ কুঁড়ি, রঙিন ফুলের নাচ। ঝিরিঝিরি হাওয়া বইছে। প্রকৃতির এই রূপের সাথে কুমিল্লার বিভিন্ন স্থানে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত উৎসবে মেতে উঠেছিল শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তাই তো গানের সুরে, নাচের ছন্দে, রঙির পোশাকের বর্ণচ্ছটায় প্রকৃতই রাজসিক আড়ম্বরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিল নানা বয়সের মানুষ। গতকাল মঙ্গলবার পহেলা ফাল্গুনে কুমিল্লা হয়ে উঠেছিল উৎসবের নগরী।

ভোর থেকেই নগরীর প্রায় এলাকায়, রিকশায়, সিএনজি অটোরিকশায়, অফিস-আদালতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বত্র চোখে পড়েছে বাসন্তী সাজে সজ্জিত নরনারীর উচ্ছল উপস্থিতি। গৃহবধূ থেকে তরুণী-কিশোরীদের পরনে ছিল বাসন্তী বা কমলা রঙের তাঁতের শাড়ি বা রঙিন সালোয়ার-কামিজ। মাথায় তাজা ফুলের রিং বা খোঁপায় ফুল, গলায় গাঁদা, গোলাপ বা রজনীগন্ধার মালা। পুরুষদের কারো পরনে রঙিন পাঞ্জাবি, কারো বা রঙিন ফতুয়া।

আর পড়তে পারেন