মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনী রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেতো’ বললেন সু চি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৩, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আরও উত্তম পন্থা অবলম্বন করতে পারত মিয়ানমার সেনাবাহিনী বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি।

 

ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে অনুষ্ঠিত এশিয়ান ইকোনমিক ফোরামে সুচি বলেন, ‘অবশ্যই আরো অনেক উপায় ছিল, যা ওই ঘটনার পর বোঝা গেছে, দমন নীতি বাদ দিয়ে উত্তম পন্থায় পরিস্থিতি মোকাবিলা করা যেত।’

 

অন্যদিকে রয়টার্সের দুই সাংবাদিকের আটকে রাখার বিষয়ে সুচি বলেন, সরকার সাংবাদিকদের আটক করেনি। বরং আদালত জানিয়েছে, তারা আইন ভঙ্গ করেছে। এজন্য তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গত সপ্তাহে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছরের কারাদ- দেয় আদালত। রায়ের পর সুচির এটিই প্রথম মন্তব্য।

 

রয়টার্সের সাংবাদিকরা রাখাইনে গণহত্যা তদন্ত করার সময় তাদের গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সাজার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইয়ে যায়। জাতিসংঘ,ইইউ এবং মানবাধিকার সংস্থাগুলোর এর তীব্র নিন্দা জানায়।

আর পড়তে পারেন