শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জে বর্জ্য অপসারণে মেয়রের সফলতা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

সুজন দাস, হাজীগঞ্জ ঃ
ঈদুল আজহার দিনই কোরবানির রাতের মধ্যেই বর্জ্য অপসারণ করেছে হাজীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। শত ভাগ বর্জ্য অপসারনে প্রথম বারের মত মেয়র মাহবুব-উল-আলম লিপন চমক দেখিয়েছে। শনিবার দুপুর থেকে পৌরসভা এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ শুরু হয়। বিরতিহীনভাবে চেষ্টা চালিয়ে রাত ১০টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। মেয়র এ জন্য পরিচ্ছন্নতাকর্মীর ঈদের ছুটি বাতিল করে। তিনি বলেন, ৪৩ টি নির্ধারিত স্থানে পশু কোরবানি দেয়া হয়। আগে থেকে পৌর কতৃপক্ষ মাইকিং ও প্রচার পত্রে সবাইকে সচেতন করা হয়েছে। যার কারনে এবার নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবাইকরায় বর্জ্য অপসারণে সুবিধা হয়। এছাড়া যারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেননি তারাও গর্ত খুঁড়ে কোরবানির রক্ত পুঁতে দিয়েছেন। বর্জ্য ফেলেছেন নির্দিষ্ট স্থানে। পৌর কতৃপক্ষের আহ্বানে সাধারণ মানুষ তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ অপসারণ কার্যক্রমে ঈদের দিন রাতেই সব এলাকার বর্জ্য চলে যায় নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে। এভাবে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ হয়। যেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে আবার পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া হয়। এভাবে পূর্বের দেয়া ঘোষণা অনুযায়ী ঈদের দিন রাতেই ঝকঝকে তকতকে সুন্দর-পরিচ্ছন্ন পৌর পরিণত হয়। ২০ জন পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণের কাজ করেন। এই সময় মেয়র মাহবুবু-উল-আলম লিপন নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন।

আর পড়তে পারেন