শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন এসপি মামুন ও তার পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন অসহায়-নিঃস্ব মানুষের জন্য প্রায় সাহায্যের হাত প্রসারিত করেন। কখনো গরীব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য আবার কখনো অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নেন। এমন মানবিক কর্মকান্ডের জন্য তাঁর বেশ সুনাম রয়েছে।

শত ব্যস্ততার মাঝেও শনিবার স্ত্রী ফরিদা ইয়াসমিন ডেইজি ও সন্তানকে নিয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লা সদরের শিমড়ার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৮ জন শিশু শিক্ষার্থী – শিক্ষকগণের সাথে দেখা করলেন । দুপুরে তাদেরকে খাবার বিতরণ করলেন। সপরিবারে তাদের সাথে দুপুরের খাবার খেয়ে সময় কাটালেন। শিশু শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন।

এসপি মামুনের এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

আর পড়তে পারেন