বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ নামের এক মাদ্রাসা ছাত্র নিহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০২৫
news-image

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ (১১) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় হোমনা থানা পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, নিহত সাজিদ বিকালে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জানান, ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে ও ট্রাক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আর পড়তে পারেন