শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২৩০ শিশু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ২৩০ জন শিশু-কিশোর।

শুক্রবার মিরপুর-১২ নাম্বার ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে শিশু-কিশোরদের সাইকেল উপহার দেয় মসজিদ কমিটি।

পুরস্কার পাওয়া এসব শিশু-কিশোরের বয়স ৫-১০ বছরের মধ্যে। শিশুদের মসজিদমুখী করতে দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এর আগেও ৯৩ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোরশেদ আলম বলেন, ছোট বাচ্চাদের মসজিদমুখী করার জন্য আমরা ৪০ দিনের কার্যক্রম হাতে নিই। ফজর ও এশার নামাজে ৪০ দিন একাধারে বাচ্চারা মসজিদে এসেছে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোশারফ হোসাইন বলেন, বড়দের পাশাপাশি ছোটদের মসজিদমুখী করার জন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ বড়রা দিন দিন চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, তাই মসজিদ অনাবাদ হয়ে যাবে। মসজিদ যাতে আবাদ হয়, তাই বাচ্চাদের মসজিদমুখী করার জন্য এ চেষ্টা।

আর পড়তে পারেন