শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ ফেব্রুয়ারী শাহরাস্তির বেরনাইয়া বাজার কমিটির নির্বাচন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

 

মোঃ মাহবুব আলমঃ

শাহরাস্তি উপজেলার প্রাচীনতম এইবাজারটি দীর্ঘ ২১ বছর ধরে কোন নির্বাচন না হওয়ায় বাজারটি ছিল অবহেলিত| অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এ সময়ে । তাই সুষ্ঠু বাজার পরিচালনাও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছেবাজার পরিচালনা কমিটির নির্বাচন| নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও স্টিকারে ছেয়ে গেছে পুরোবাজার| ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে|

বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের  কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে| নির্বাচনকে ঘিরে প্রার্থীরা সকাল থেকে গভীররাত অবধি উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের দুয়ারে দুয়ারে| নির্বাচনে চারটি পদে ১২ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর উপজেলার প্রাচীনতম বেরনাইয়া বাজারের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । বাজারের নির্বাচনের লক্ষ্যে গত ২০ জানুয়ারী বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম ইব্রাহীমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয় । নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১৪ ফেব্রুয়ারী ভোটগ্রহণের দিন ঘোষণা দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ।  নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ মোজায়ের হোসেন, ডাঃ আব্দুর রাজ্জাক, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল ও সফিকুর রহমান (শিবপুর) ,পদাধিকার বলে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন|

নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ শাহজালাল সেলিম (ঘোড়া),জয়নাল আবদীন হাজারী (মাইক),ডাঃ আব্দুল হান্নান (চেয়ার), মোঃ ছিদ্দিকুর রহমান (ছাতা),সাধারণ সম্পাদক পদে মাঈন উদ্দিন খোকন (মোটর সাইকেল), সেলিম মিয়াজী (সিএনজি),মোঃ আবুল কাসেম (চাকা),সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সোহাগ (আম), তাজুল ইসলাম মনু (বই), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোহাগ (কাঠাঁল), মোঃ কামাল হোসেন (আনারস), মোঃ সুমন (আপেল), সদস্য পদে মোঃ মোশারফ হোসেন (মোরগ), মোঃ কবির হোসেন (টিউবওয়েল), মোঃ বুলবুল (হারিকেন), শাহ নেয়াজ (ডালিম) ও আব্দুল কুদ্দুস (চশমা)প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । কোষাধ্যক্ষ পদে ডাঃ মাহিন,দপ্তর সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম,প্রচার সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান,নিরাপত্তা সম্পাদক পদে মজিবুর রহমান হিমু  বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন|

নির্বাচনে ৩০৪ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আর পড়তে পারেন